লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা
নাটোরের লালপুরে এক রাতে তালা ভেঙে ঝন্টু মিয়া নামে এক দরিদ্র ভ্যানচালকের চার্জার ভ্যান চুরি করেছে চোরচক্র। একই রাতে আরও ছয়টি বাড়িতে চার্জার ভ্যান ও ব্যাটারি চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রঘুনাথপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে পরিকল্পিতভাবে চোরের একটি দল এলাকায় ঢুকে টানা কয়েক ঘণ্টা ধরে বাড়িগুলোতে তাণ্ডব চালায়। ভ্যানচালক ঝন্টু মিয়ার বাড়ির তালা ভেঙে চার্জার ভ্যানটি নিয়ে যায় তারা। পরে একইগ্রামে ধারাবাহিকভাবে চুরির চেষ্টা চালালেও কিছু বাড়ির মালিক জেগে ওঠায় ব্যার্থ হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন